অতিবৃষ্টির কারণে জমিতে নষ্ট হচ্ছে পাকা ধান

author-image
Harmeet
New Update
অতিবৃষ্টির কারণে জমিতে নষ্ট হচ্ছে পাকা ধান


দিগবিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ চাষীরা বলছে পাকা ধানে মই। একে বন্যা তার উপর অতিবৃষ্টির কারণে জমিতে নষ্ট হচ্ছে পাকা ধান। লক্ষ্মী পুজোর আগে জমির লক্ষ্মীকে বাড়িতে না আনতে পারায় আর্থিক ক্ষতির মুখে কৃষকেরা। দুর্গা পুজোর পরেই ধনদেবীর আরাধনায় মেতে উঠেন গ্রাম বাংলার মানুষ। প্রতি বাড়িতেই পালিত হয় কোজাগরী লক্ষ্মী পুজো। প্রতিবছর জমি থেকে পাকা ধান বাড়িতে নিয়ে এসে লক্ষ্মীপুজো শুরু করেন গ্রামের কৃষকরা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, গড়বেতা কেশপুর আলু চাষের গড় হিসাবে পরিচিত। অল্পদিনের ধান চাষ করে সেই ধান তুলে জমিতে লাগানো হয় আলু। মাঠজুড়ে হলুদ হয়ে রয়েছে পাকা ধান। অতিবৃষ্টির কারণে সময় পেরিয়ে গেলেও কাটা যাচ্ছে না ধান। বৃষ্টির জেরে নষ্ট হচ্ছে জমির পাকা ধান,ক্ষতির মুখে কৃষকেরা।