কাশ্মীর থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত সেনাবাহিনীর

author-image
Harmeet
New Update
কাশ্মীর থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে ফেলার সিদ্ধান্ত সেনাবাহিনীর

​নিজস্ব সংবাদদাতাঃ 

সমস্ত সাধারণ নাগরিক, যাঁরা এখন কাশ্মীরে রয়েছেন, অথচ সেখানকার স্থানীয় বাসিন্দা নন, তাঁদের যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে। দুই সাধারণ নাগরিককে জঙ্গিরা গুলি করে হত্যার পর পরই এই নির্দেশ দেওয়া হয়েছে। দুজনেই ভিন রাজ্যের বাসিন্দা। এই নিয়ে চলতি মাসে কাশ্মীরে ১১ জন সাধারণ নাগরিককে হত্যা করল জঙ্গিরা। ঘটনার পর ভিন রাজ্য থেকে আসা প্রত্যেক সাধারণ নাগরিককে নিকটবর্তী থানায় নিয়ে আসার জন্য বলা হয়েছে। যদি কাছাকাছির মধ্যে সিএপিএফ (CAPF) কিংবা সেনা (Indian Army) ছাউনি থাকে, তাহলে সেখানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

কয়েক ঘণ্টার মধ্যে এই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, বোঝাই যাচ্ছে আর নতুন করে কোনও প্রাণহানি চাইছেন না নিরাপত্তারক্ষী বাহিনীর কর্তারা। সেই কারণেই, যত দ্রুত সম্ভব এই ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।