"দুয়ারে রেশন" পাইলট প্রজেক্ট-এ অনিয়মের অভিযোগ

author-image
Harmeet
New Update
"দুয়ারে রেশন" পাইলট প্রজেক্ট-এ অনিয়মের অভিযোগ

হরি ঘোষ, অন্ডালঃ  রবিবার সকালে গ্রাহক বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়াল দক্ষিণখন্ড গ্রামের একটি রেশন দোকানে। "দুয়ারে রেশন" পাইলট প্রজেক্ট-এ অনিয়মের অভিযোগে ঘটনার সূত্রপাত বলে স্থানীয়রা জানান । গ্রাহক উদয় হাজরা, খোকন আকুড়িয়া-রা জানান আজ দক্ষিণখন্ড গ্রামে "দুয়ারে রেশন" প্রকল্পে ঘরে ঘরে রেশন সামগ্রী দেওয়ার কথা ছিল ডিলারের। কিন্তু রেশন ডিলার মহাদেব মুখার্জি জানিয়ে দেন রেশন সামগ্রি নিতে হবে দোকান থেকে, বাড়ি বাড়ি দেওয়া সম্ভব নয়। এতেই ক্ষোভ তৈরি হয় গ্রাহকদের মধ্যে বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রেশন দোকানে ভিড় জমান গ্রাহকেরা । ডিলারের সাথে গ্রাহকদের বচসা বেঁধে যাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দক্ষিণখন্ড গ্রামের বাসিন্দা তথা অন্ডাল পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ স্বপন হাজরা জানান দুয়ারে রেশন সরকারি প্রকল্প। এই প্রকল্পে গ্রাহকদের বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার কথা । কিন্তু এক্ষেত্রে ডিলার নিয়ম মানছে না বলে অভিযোগ স্বপন বাবুর। বিষয়টি বিডিও সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের জানানো হয়েছে বলে জানান স্বপন বাবু । অন্যদিকে অভিযুক্ত ডিলার মহাদেব মুখার্জি গ্রাহকদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন।  জানা যায়, প্রশাসনের হস্তক্ষেপে আপাতত মঙ্গলবার পর্যন্ত রেশন দোকানটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ।