কেমন কাটবে আজকের দিন?

author-image
Harmeet
New Update
কেমন কাটবে আজকের দিন?



 নিজস্ব সংবাদদাতাঃ মেষঃ- আজকের দিন ভালো যাবে না। আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন।সংসারে অশান্তি হবে। আবেগের বশে কাজ করা যাবে না। অতিরিক্ত খরচের জন্য মানসিক চাপ বাড়বে।

 বৃষঃ- অতিরিক্ত খরচ ক্ষতি ডেকে আনবে। কর্মস্থানে জটিলতা কাটবে না। অতিরিক্ত লোভ শারীরিক অসুস্থতা ডেকে আনবে। তবে বন্ধুর কারণে সম্মানিত হতে পারেন। কাউকে আজ পরামর্শ না দেওয়াই ভালো।

মিথুনঃ- নেশার কারণে টাকা খরচ হবে। চাকরি নিয়ে মনে অশান্তি চলবে। ব্যবসায় উন্নতিতে বাধা থাকবে। প্রেমের জন্য দিনটি শুভ।

কর্কটঃ- ব্যবসায় আজ মিশ্র ফল পাবেন। অপরের জন্য কোনো কাজ করেও বদনাম হবে। মাত্রা ছাড়া রাগ ক্ষতি ডেকে আনবে।

সিংহঃ- কর্মচারীর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে। ভ্রমণের জন্য দিনটি শুভ নয়। মাথা ঠাণ্ডা রাখতে হবে। বন্ধু বিচ্ছেদ হতে পারে। মা বাবার সঙ্গে বিশেষ কোনও আলোচনা হতে পারে।

কন্যাঃ- আজ মনে ভয় কাজ করবে। অর্থ থাকলেও সঞ্চয় করতে পারবেন না। রাগ বা জেদের জন্য রক্তচাপ বৃদ্ধি পাবে। মাথায় অন্য অনেক চিন্তা বাসা বাঁধবে আজ।

তুলাঃ- পুরানো প্রেমিক/ প্রেমিকার খবর আসতে পারে। গানের প্রতি উৎসাহ হবে। সম্পত্তি কেনা বা বেচার জন্য ভালো দিন। আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারে।

বৃশ্চিকঃ- প্রিয়জনের থেকে দূরত্ব বাড়তে পারে। নতুন কাজের জন্য ইচ্ছা বৃদ্ধি পাবে। পড়াশোনার সুযোগ মিলবে। শরীরের কষ্ট বাড়বে। বাড়তি খরচ হবে।

ধনুঃ- সকালের দিকে জ্বর বাড়বে। প্রেমের জন্য বিপদ। চাকরির স্থানে চাপ বৃদ্ধি। পিতার সঙ্গে ব্যবসার আলোচনা হতে পারে। অসুস্থতার সম্ভাবনা বেশী।

মকরঃ- আজ দিনটি আপনার জন্য শুভ। ব্যাবসায় আয় ভালো হবে। লোকের উপকার করতে গিয়ে সুনাম পাবেন। সন্তানের কাজের জন্য গর্বিত হবেন। আঘাত থেকে সাবধান।

কুম্ভঃ- দুর্বলতার কারণে শত্রুরা সুযোগ নেবে। সুনাম পেতে দেরি হবে। নতুন বন্ধু লাভের যোগ আছে। অসৎ লোক থেকে সাবধান। ব্যাবসায় সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে।

মীনঃ- ভালো খাবারের জন্য খরচ বাড়বে। প্রিয় মানুষের থেকে ভালোবাসা পাবেন। দাঁতের যন্ত্রণা বাড়বে। শত্রুর ক্ষতি হবে। প্রেমের কারণে শান্তি পাবেন। পিতার জন্য চিন্তা বাড়বে।