নিজস্ব সংবাদদাতাঃ অঙ্কুশ তাঁর প্রথম সঞ্চালনাতেই মাতিয়ে দিয়েছেন জি বাংলার ‘ডান্স বাংলা ডান্স’ নাচের অনুষ্ঠান। সে সব ছাপিয়ে এ বার তিনি ‘দাদাগিরি’র সঞ্চালক? সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায়! জি ফাইভ থেকে পোস্ট হওয়া ছোট্ট ভিডিয়ো তেমনই দেখিয়েছে। সেখানে অঙ্কুশকে ‘দাদা’র সংলাপ বলতে শোনা গিয়েছে। এবং অনায়াসে তিনি বলেওছেন। অঙ্কুশকে সঞ্চালনা করতে দেখে চোখ ছানাবড়া অংশগ্রহকারী পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তীর। তবে অনুরাগী-দর্শকেরা ঝলক দেখে বুঝে ফেলেছেন, এটি আসলে আগামী অনুষ্ঠানের প্রচার ভিডিয়ো।