​নিজস্ব সংবাদদাতাঃ ফের বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা শহরে (Kolkata)। বাড়ির ছাদ ভেঙে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। ক্যানাল ইস্ট রোডের (Canal East Road) ঘটনা। সপ্তমীর সকালেই বাড়ির ছাদ ভেঙে জখম হন বেশ কয়েকজন। আহত অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের নাম আলাউদ্দিন গাজী (Alauddin Gazi)। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। গত কয়েকদিনের মধ্যে পরপর তিনটি বাড়ি ভাঙার ঘটনা ঘটেছে। একাধিক মৃত্যুও হয়েছে।