নিজস্ব সংবাদদাতাঃ গত ২ অক্টোবর মাদক মামলায় প্রথমে আটক হন ছেলে আরিয়ান খান। ছেলে গ্রেফতার হওয়ার পর অনেকটাই বদলে গিয়েছে শাহরুখ খানের জীবন। ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অভিনেতা। হাতছাড়া হয়েছে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ। বলি মহলের অনেকেই প্রকাশ্যে শাহরুখের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু এই সময়টা শাহরুখের জন্য বাবা হিসেবে অত্যন্ত কঠিন। সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ এখন খাচ্ছেও না, ঘুমোচ্ছেও না। এক পরিচালক জানান, এখন আর শাহরুখ কিং খান নন। তাঁর এখন একমাত্র পরিচয় ছেলের বিপদে ভেঙে পড়া বাবা।