কপিলের শো-তে এসে কেন রেগে গেলেন সইফ?

author-image
Harmeet
New Update
কপিলের শো-তে এসে কেন রেগে গেলেন সইফ?


নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রদি ‘দ্য কপিল শর্মা শো'-তে হাজির হয়েছিলেন অভিনেতা সইফ আলি খান। ইউটিউব চ্যানেলে শো-এর গ্রীন রুমের BTS ভিডিয়ো শেয়ার হয়েছে। কপিলের সঙ্গে পুরনো প্রায় দশটা এপিসোডে এসে গল্পগুজব করেছিলেন তিনি। অথচ গ্রীনরুমে তিনি দেখলেন, কপিলের সঙ্গে বলিউডের বাকি সব অভিনেতার ছবি রয়েছে। কিন্তু নিজের কোনও ছবি কপিলের সঙ্গে না দেখতে পেয়ে, ক্ষেপে যান সইফ আলি খান। ক্ষোভ প্রকাশ করেন সেট ম্যানেজারের ওপরও।