নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে নিজের পুজো-পরিকল্পনা ভাগ করে নিলেন রাজ চক্রবর্তী। জানালেন পুজো নিয়ে তাঁর কী কী পরিকল্পনা এবারের। ২০২০ সালে পুজোর ঠিক আগেই রাজের ঘর আলো করে এসেছে ছোট্ট ইউভান। এটা তার দ্বিতীয় পুজো। খুদেকে পুজোয় জামা কিনে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় আলাদা করে নিজের জন্য কেনাকাটা তিনি সেভাবে কখনোই করেন না। বরং প্রতি বছর বউ শুভশ্রী রাজকে পাঞ্জাবি কিনে দেন।