নবরাত্রি উপলক্ষ্যে মন্দিরের সামনেই রুটি বানাচ্ছেন সারা, অবাক নেটদুনিয়া

author-image
Harmeet
New Update
নবরাত্রি উপলক্ষ্যে মন্দিরের সামনেই রুটি বানাচ্ছেন সারা, অবাক নেটদুনিয়া


নিজস্ব সংবাদদাতাঃ কয়েক মাসের মধ্যে দেশ থেকে বিদেশ পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সারাকে। এবারে নবরাত্রি উপলক্ষ্যে উদয়পুরেই দুর্গাপুজো করতে দেখা গেল সারাকে। সইফ কন্যার এমন ছাপোষা জীবনযাপনে মুগ্ধ নেটিজেনরা। উদয়পুরে বেড়াতে গিয়ে সেখানকার এক মন্দিরের সামনে বসে রুটি বানাতেও বসে যান সারা আলি খান।