New Update
/anm-bengali/media/post_banners/vdgefLD1H8WpZWcTXMkV.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার বনেদি বাড়ির পুজোর থালাতে খিচুড়ি থাকবে না এটা হতে পারে না। বাঙালি ভোগ করতে সবচেয়ে বেশী ভালোবাসে। কিন্তু বাঙালির খাদ্য তালিকায় শুধু খিচুড়ি স্থান পাবে তাও আবার হয় নাকি? যেকোনো বনেদি বাড়িতে গেলেই অষ্টমীর ভোগে থাকে খিচুড়ি, লাবড়া,বেগুন ভাজা,আলুভাজা কেউ কেউ আবার খিচুড়ির পাশাপাশি রাখেন লুচি,ডাল,আলুরদম,চাটনি, আর পায়েস তো থাকবেই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us