​নিজস্ব সংবাদদাতাঃ আগস্টে তালেবান দখলের আগে দেশব্যাপী লড়াইয়ের মধ্যে কাবুলে বসবাসকারী বাস্তুচ্যুত হতে হয়েছে শত শত পরিবারকে। এবার তাঁদের কাবুলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন তালিবানরা। তালেবান নেতৃত্বাধীন সরকারের শরণার্থী ও প্রত্যাবাসন উপমন্ত্রী বলেছেন, "এই প্রক্রিয়া আজ শুরু হয়েছে এবং অব্যাহত থাকবে, এভাবে কাবুলের সমস্ত পরিবার তাদের প্রদেশে ফিরে যাবে।"