জালে আরও এক মাদকচক্রী, ১১ অক্টোবর পর্যন্ত SRK পুত্রের কাস্টডির আবেদন

author-image
Harmeet
New Update
জালে আরও এক মাদকচক্রী, ১১ অক্টোবর পর্যন্ত SRK পুত্রের কাস্টডির আবেদন


নিজস্ব সংবাদদাতাঃ জামিন না জেল হেফাজত– এই প্রশ্নের মাঝেই আরিয়ান খান মাদক কাণ্ডে নতুন মোড়। আরিয়ানের এনসিবির হেফাজতের মেয়াদ আরও চার দিন বৃদ্ধির আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ দিন মাদক মামলা চলাকালীন এনসিবি’র তরফে আদালতে জানান হয়, প্রয়োজনে আরও বেশ কিছু জায়গায় অভিযান চালাতে পারেন তাঁরা। উপযুক্ত প্রমাণ পেলে হতে পারে গ্রেফতারিও। সম্ভাব্য দোষীর সঙ্গে বর্তমানে গ্রেফতার হয়েছেন যারা তাঁদের মুখোমুখি বসিয়ে জেরার প্রয়োজন রয়েছে বলেই হেফাজতের মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছে এনসিবি। এরই পাশাপাশি প্রমোদতরীর মাদক মামলায় এ দিন গ্রেফতার করা হয় আরও একজনকে। ধৃতের নাম অচিত কুমার। এনসিবি সূত্রে খবর, আরিয়ানকে গাঁজার জোগান দিতেন অচিত। আরিয়ান ও আরবাজকে জেরা করেই তাঁর নাম উঠে এসেছে। ইতিমধ্যেই আদালতে তোলা হয়েছে তাঁকে। চলছে শুনানি। এনসিবি সূত্রে জানা যাচ্ছে, এই মামলায় এখনও পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।