নিজস্ব সংবাদদাতাঃ আদালতে আরিয়ানকে তোলার আগে তাঁর উদ্দেশে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন হৃত্বিক রোশন। বলা ভাল, আরিয়ানকে লিখেছেন খোলা চিঠি। কয়েক মিনিট আগেই হৃত্বিক আরিয়ানের একটি ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে তাঁকে লিখেছেন খোলা চিঠি। হৃত্বিক জানান, 'নিজেকে শান্ত রাখো। সব কিছু দেখতে থাকো। এই মুহূর্তগুলোই তোমাকে তৈরি করবে আগামীর জন্য। একদিন তোমার জন্য সূর্য হাসবে'।