/anm-bengali/media/post_banners/3My2PKqupu7szEZNkvKP.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ কোচবিহার জেলার দিনহাটার প্রাক্তন বিধায়ক তথা পৌরসভার প্রশাসক তৃণমূল নেতা উদয়ন গুহর ওপর হামলার ঘটনায় জড়িত মূল অভিযুক্তরা এখনো অধরা।তাদের গ্রেফতারের দাবিতে সোমবার দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন কাউন্সিলর জয় ঘোষ মন্তব্য করে বলেন, 'মূল অভিযুক্তরা ফেসবুক লাইভ করছে, যোগাযোগ রাখছে সকলের সাথেই শুধু পুলিশ তাদের ধরতে পারছে না কোন অজুহাতে??'সোমবার সকাল থেকেই বিক্ষোভ কর্মসূচিতে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা থানার চত্ত্বর। তৃণমূল নেতা জয়দীপ ঘোষের নেতৃত্বে সোমবার সকাল থেকেই কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক অবস্থান-বিক্ষোভ ঘেরাও কর্মসূচি করতে থাকেন। আর ব্যারিকেড ভেঙে ফেলে কর্মীরা, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে জয় ঘোষ সহ অন্যান্য নেতৃত্বরা থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করে। এদিকে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের তৎপরতায় চোখে পড়ার মতো ছিল। এদিন বিক্ষোভ কর্মসূচিতে দিনহাটার শ্রমিক সংগঠন, মহিলা সংগঠনের কর্মীরা সামিল হন।
​
আরও খবরঃ
For more details visit www.anmnews.in
Follow us at https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us