সুখবর দিতে চলেছেন মিমি

author-image
Harmeet
New Update
সুখবর দিতে চলেছেন মিমি

নিজস্ব সংবাদদাতাঃ সুখবর দেবেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। কী সুখবর, তা এখনও জানাননি। তবে খুব তাড়াতাড়ি যে সুখবর দেবেন, তা ঘটা করে ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়েছেন মিমি। তা হলে কি তাঁর বিয়ে? এই প্রশ্ন বা এই কৌতূহল হয়তো অনেকেরই থাকবে। তা মিমি জানেন। সে কারণে এর উত্তর আগেই মজা করে দিয়ে রেখেছেন অভিনেত্রী। ‘আমি বিয়ে করছি না, তবুও… স্টে টিউনড’। অর্থাৎ বিয়ের খবর ছাড়াও তো সুখবর হতেই পারে। সেটা কী, জানার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে।