হরি ঘোষ,দুর্গাপুরঃ আজ মঙ্গলবার সকালে বকেয়া চার মাসের বেতন, ইএসআই সুবিধা সহ প্রভিডেন্ড ফান্ড এর দাবিতে কাজ বন্ধ করে দেয় দুর্গাপুর ইস্পাত হাসপাতালের তৃণমূল সর্মথিত কর্মচারী।ইউনিয়নের সদস্যরা বিক্ষোভে সামিল হয়১০২জন অস্থায়ী কর্মচারী।
কর্মীদের অভিযোগ, দিনের পর দিন প্রতারিত হচ্ছেন সবরকম সুযোগ সুবিধা থেকে। তাই আন্দোলনে নামা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা তাদের ছিল না।তবে কাজ বন্ধ করে অন্দোলনে করায় হাসপাতালে সমস্যা হয়েছে তা মেনে নিয়েছে হাসপাতাল আধিকারিক।