নিজস্ব সংবাদদাতাঃ বিপজ্জনক বেলঘরিয়া। ভোগান্তিতে নিত্য যাত্রীদের। কারও দাবী, রাস্তা খারাপের জন্য দক্ষিণেশ্বর থেকে বরানগর স্টেশন পর্যন্ত আসতেই সময় লেগে যাচ্ছে চল্লিশ মিনিট। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গাড়ি চালাতে গিয়ে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এখন খানাখন্দে ভর্তি রয়েছে। যেখানে সেখানে ছোট-বড় গর্ত। তবে বরানগর স্টেশনের বেশ কিছুটা আগে থেকে বরানগর মেট্রো স্টেশনের পর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। ফি বছর বর্ষার আগে-পরে এমনই দশা হয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের।