মহালয়ার দিন বাংলা সিনে-দুনিয়ায় বড় চমক দিলেন দেব

author-image
Harmeet
New Update
মহালয়ার দিন বাংলা সিনে-দুনিয়ায় বড় চমক দিলেন দেব


নিজস্ব সংবাদদাতাঃ দেবীপক্ষের সূচনায় প্রযোজক দেব ঘোষণা করলেন তাঁর নতুন ছবি- ‘কাছের মানুষ’। আর সেই ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। এই প্রথমবার কোনও ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই দুই তারকা। মহালয়ার দিন প্রকাশ্যে এল এই ছবির মোশন পোস্টার। সেখানে রেললাইনের উপর বসে থাকতে দেখা গেল দেব ও প্রসেনজিৎ-কে। দুজনকেই ঘিরে রয়েছে গভীর ভাবনা। উলটো দিক থেকে ছুটে আসছে ট্রেন, অথচ সেইদিকে ভ্রূক্ষেপ নেই কারুর। ইতিমধ্যেই এই পোস্ট ভাইরাল হতে শুরু করেছে নেটদুনিয়ায়।