নিজস্ব সংবাদদাতাঃ এবার জি বাংলা দেবীর নানা রূপ নিয়ে তৈরি করেছিলেন তাঁদের মহালয়ার অনুষ্ঠান ‘নানা রূপে মহা’। যেখানে জি-র নায়িকাদের দেখা গিয়েছিল মায়ের এক-এক রূপে। আর মা আদ্যাশক্তির বেশে দেখা মিলেছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তাঁর হাতেই হয়েছে অসুর বধ। তবে বেলা যত গড়াল, শুভশ্রীকে নিয়ে সমালোচনা ততই যেন প্রকট হল! প্রায় বছরখানেকের লম্বা ব্রেকের পর কাজে ফিরেছেন শুভশ্রী। স্বভাবতই তাঁকে নিয়ে উৎসাহ ছিল সবচেয়ে বেশি! কিন্তু হতাশ হয়েছেন অনেকেই। নাচ থেকে শুরু করে শুভশ্রীর পোশাক এমনকি তাঁর অঙ্গভঙ্গিও ভাল লাগেনি দর্শকদের।