New Update
/anm-bengali/media/post_banners/bLUoZa2JE38X3vwBXVWO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ হুজুকে বাঙালি মনে করেন মহালয়াতেই দেবীর মর্ত্যে আগমন ঘটে। তাই পুজো মণ্ডপগুলোরও ব্যস্ততা লেগে যায়। এমনই ব্যস্ততা নিয়ে চোরবাগান পুজো কমিটি এবারে প্রস্তুত দর্শনার্থীদের সামনে। মহামান্য উচ্চ আদালতের কথা মাথায় রেখে তাঁরা প্রতিমাকে দর্শন করাবেন দূর থেকে। বড়ো এলাকা জুড়ে পুজোটা হওয়ার কারণে সামাজিক দূরত্ব বজায় থাকবে বলে তাঁরা মনে করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us