নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি, ডান্স বাংলা ডান্সে অতিথি বিচারক হিসেবে হাজির ছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি চ্যানেলের ফেসবুক পেজে একটি নতুন ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ‘জোশ’ সিনেমার ‘খুঁজেছি তোকে রাত বেরাতে’তে নাচ করছেন জিৎ আর শ্রাবন্তী। ফের একবার মঞ্চে রোম্যান্স করছেন এই জুটি। ভিডিও প্রকাশ্যে আসার সাথে সাথেই তা ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওতে ট্রোলের বন্যা বয়ে গেছে। ‘দিন দিন এত মোটা কেন হচ্ছে’, ‘মোটা হাতি’, ‘একদম ভালো লাগছে না দেখতে’র মতো নানা কমেন্ট পড়েছে সেই পোস্টে। যদিও দুই সহকর্মীর নাচ জমিয়ে উপভোগ করতে দেখা গিয়েছে শুভশ্রীকে।