এবারে মহাকাশে হবে সিনেমার শুটিং

author-image
Harmeet
New Update
এবারে মহাকাশে হবে সিনেমার শুটিং


নিজস্ব সংবাদদাতাঃ মহাকাশে সিনেমার শুটিং! প্রথমবার এমন অদ্ভুত এবং বিরল ঘটনার সাক্ষী থাকবেন বিশ্ববাসী। ইতিমধ্যেই তল্পিতল্পা নিয়ে মহাকাশে পাড়িও দিয়েছেন ছবির পরিচালক এবং এক অভিনেত্রী। সঙ্গে গিয়েছে দুই মহাকাশচারী। রাশিয়ার এই ক্রু যাবেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে। সেখানেই হবে ছবির শুটিং। প্রথমবার মহাকাশে কোনও সিনেমার শুটিং হবে। সিনেমার নাম ‘দ্য চ্যালেঞ্জ’। এক ডাক্তারের গল্প বলা হবে এই সিনেমায়। এই চরিত্রে অভিনয় করেছেন রাশিয়ান অভিনেত্রী ইউলিয়া পেরেসিলদ। এই অভিনেত্রীও গিয়েছেন মহাকাশে।