নিজস্ব সংবাদদাতাঃ আরিয়ান বয়ানে জানিয়েছে, তাঁকে সেই ক্রুজে আমন্ত্রণ জানানো হয়েছিল। লক্ষাধিক টাকার টিকিট কেটে সে পার্টিতে হাজির হয়নি। কে এবং কেন- তাঁকে ওই পার্টিতে ডাকল? স্পষ্ট জবাব চায় এনসিবি। ম্যাজিস্ট্রেট আদালতে এই প্রসঙ্গে উঠতেই মানেশিন্দে মক্কেলের স্বপক্ষে বলেন- ‘জাহাজে ড্রাগ বিক্রি করবার প্রয়োজন আরিয়ান খানের নেই। কেন সে ওই জাহাজে উঠেছিল, তা জানার কোনও দরকার নেই এনসিবির। আরিয়ান চাইলে পুরো জাহাজটাই কিনে নিতে পারে’। আদালতে মানেশিন্দের এই যুক্তি শুনে তাজ্জব অনেকেই। যদিও সতীশ মানেশিন্দে সব দলিল শুনেও আরিয়ানের জামিন মঞ্জুর করেনি আদালত। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকবেন আরিয়ান।