এবারে আরিয়ানের সমর্থনে এনসিবিকে একহাত নিলেন মিকা সিং

author-image
Harmeet
New Update
এবারে আরিয়ানের সমর্থনে এনসিবিকে একহাত নিলেন মিকা সিং


নিজস্ব সংবাদদাতাঃ বলিউডে এখন শুধু একটাই নাম, শাহরুখ পুত্র আরিয়ান। মাদক মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। এবারে বলিউডের জনপ্রিয় গায়ক মিকা সিং পাশে দাঁড়ালেন আরিয়ানের। এই ঘটনার জন্য এনসিবি-কে (NCB) একহাত নিয়েছেন তিনি। প্রমোদতরীর ছবি পোস্ট করে তিনি টুইট করেছেন, "ওয়াও! কী সুন্দর একটি ক্রুজ। ইশ আমি যদি এখানে যেতে পারতাম! আমি শুনেছি এখানে অনেকেই ছিলেন। কিন্তু আমি আরিয়ান খান ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। এত বড় প্রমোদতরীতে কি শুধু আরিয়ানই একা ঘুরে বেড়াচ্ছিল? সত্যিই অতিরিক্ত হচ্ছে"।