New Update
/anm-bengali/media/post_banners/BXs1DnXE6wsgJ8Nf0BGs.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দেব অধিকারী বনাম প্রসূন ব্যানার্জী। কাল হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে পারে তিলোত্তমা। না, দল বদলাচ্ছেন না কেউই। এই লড়াই রাজনীতির নয়। আইএফএ এবং ফোরাম ফর দুর্গোত্সব আয়োজিত 'গো ফর গোলস' পুজো ফুটবল টুর্নামেন্টে বুধবার একটি প্রদর্শনী ম্যাচে দেবের গোলন্দাজ টিমের মুখোমুখি হবে আইএফএর বেঙ্গল লেজেন্ডস। প্রথম দলের অধিনায়ক দেব অধিকারী। অন্য দলের নেতা হতে পারেন প্রসূন ব্যানার্জী। তবে সেটা নির্ভর করবে তাঁর খেলার ওপর। প্রায় দু'সপ্তাহ গোয়ায় কাটিয়ে মঙ্গলবারই কলকাতায় ফিরেছেন তারকা ফুটবলার। তাই মহালয়ার বিকেলে বুট পায়ে প্রসূন ব্যানার্জীকে মাঠে দেখা যাবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us