New Update
/anm-bengali/media/post_banners/buAGPewtpsFArfeHcTFG.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অস্ট্রেলিয়ার দলকে সেভাবে কোয়ারেন্টিনই করতে হয়নি। অথচ সেই অস্ট্রেলিয়ার খেলোয়াড়েরাই কিনা অস্ট্রেলিয়ার মাটিতে ডিসেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজে কোয়ারেন্টিন নিয়ে ইংলিশদের নীতিবাক্য শোনাচ্ছেন! ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেইন এসব হজম করতে মোটেই রাজি নন। তাঁর চোখে, অস্ট্রেলিয়ানদের এসব বুলি আওড়ানো আসলে এক ধরনের ‘লেকচার’ দেওয়া। এ নিয়ে অস্ট্রেলিয়ানদের ধুয়েও দিয়েছেন হুসেইন। ইংলিশ দৈনিক ডেইলি মেইলে লেখা কলামে হুসেইন বলছেন, অস্ট্রেলিয়ানদের আসলে ‘সহমর্মিতার অভাব’ আছে। শেষ কয়েক মাসে ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন প্রান্তে ক্রিকেট খেলেছে। মোট ২২ টি টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ড। আর অস্ট্রেলিয়া খেলেছে আটটি টেস্ট। তাও সব নিজেদের দেশে। তাই নাসির হোসেন মনে করেন অস্ট্রেলিয়ানদের জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই ইংল্যান্ডকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us