কাটোয়ার কাঠের সিংহবাহিনী পাড়ি দিচ্ছে কানাডায়

author-image
Harmeet
New Update
কাটোয়ার কাঠের সিংহবাহিনী পাড়ি দিচ্ছে কানাডায়

নিজস্ব সংবাদদাতাঃ করোনা পরিস্থিতিতে ধাক্কা খেয়েছিল কাঠের ব্যবসা কিন্তু অনলাইন ব্যবস্থা কাটোয়ার অগ্রদ্বীপের কাষ্ঠশিল্পীদের ভাগ্য খুলে দিয়েছে। তাঁদের হাতে তৈরি প্রতিমা পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে। সেখানকার এক কাষ্ঠশিল্পী অক্ষয় ভাস্করের হাতে তৈরি কাঠের সিংহবাহিনী মূর্তি এবার পুজো পেতে চলেছে সুদূর কানাডায়।কানাডার এক প্রবাসী বাঙালি মহিলা কাটোয়ার শিল্পীর এই কাজ দেখে খুশি হয়ে তা অর্ডার দিয়েছেন। শিল্পী জানান, মূর্তি ও মডেল তৈরির কাজ প্রায় শেষের দিকে। আর কিছুদিনের মধ্যেই ক্যুরিয়রের মাধ্যমে সিংহবাহিনী মূর্তি ও কয়েকটি মডেল পাঠিয়ে দেওয়া হবে কানাডায়।