New Update
/anm-bengali/media/post_banners/I7GrJHSyVDpUbb5g7Qki.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বারাসতের এক বাড়িতে পুজো করার সময় ফেসবুক লাইভ করেছিলেন পরিবারের সদস্যরা। জার্মানিতে বসে সেই পুজোর লাইভ দেখে প্রবাসী বাঙালি সটাং ডাক পাঠালেন বারাসতের গোবিন্দ মুখোপাধ্যায়কে। ৯ অক্টোবর ফ্র্যাঙ্কফুটের উদ্দেশ্যে রওনা দেবেন বারাসত শালবাগান সংলগ্ন এলাকার ওই যুবক। নবম শ্রেণিতে পড়ার সময় থেকেই দুর্গাপুজো শুরু করেন গোবিন্দ মুখোপাধ্যায়। দশ বছরের বেশি সময় ধরে বারাসত তরুছায়া ক্লাবের পুজো করেন তিনি। বর্তমানে তিনি বারাসত কলোনি মোড় সংলগ্ন বজরংবলী মন্দিরের পুরোহিত। নিষ্ঠার সঙ্গে পুজো করার জন্য ২০১৬ সালে সেরা পুরোহিতের পুরস্কার গোবিন্দবাবু।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us