মাদককাণ্ডে এবার কংগ্রেস নেতাকে পাশে পেলেন শাহরুখ

author-image
Harmeet
New Update
মাদককাণ্ডে এবার কংগ্রেস নেতাকে পাশে পেলেন শাহরুখ

নিজস্ব সংবাদদাতাঃ মাদককাণ্ডে এবার কংগ্রেস নেতাকে পাশে পেলেন অভিনেতা শাহরুখ খান। মুম্বই ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিয়ান খানকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে। এদিকে এই বিষয়ে খান পরিবারের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ শশী থারুর। শশী থারুর টুইট করে লেখেন, 'আমি কোনওরকম মাদকের ভক্ত নই। কোনওদিন কোনও মাদক নিইনি। কিন্তু শাহরুখের ছেলে গ্রেফতার হওয়ার পর থেকে যেভাবে এক শ্রেণির মানুষ তাঁর চরিত্র বিশ্লেষণের জঘন্য খেলায় মেতে উঠছে, তা দেখে আমি অত্যন্ত বিরক্ত। কিছু তো সহানুভূতি রাখুন। সাধারণ মানুষের থেকে যা প্রতিক্রিয়া আসছে তা স্বাভাবিকভাবেই খারাপ। তার উপর আর নতুন করে একটা ২৩ বছরের তরুণ মুখ ঘষে দেওয়ার কোনও দরকার নেই।'