/anm-bengali/media/post_banners/IuAF6rMvzrYhrFD27ZDP.jpg)
নিজস্ব প্রতিনিধি:১১ বছর আগে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় ১৩৭ জন যাত্রীর সঙ্গে তাকেও মৃত ঘোষণা করা হয়েছিল। উত্তর কলকাতার জোড়াবাগানের বাসিন্দা অমৃতাভ চৌধুরী এখনও জীবিত এবং তাকে একটি কেলেঙ্কারির সঙ্গে যোগসূত্রে সিবিআই জেরা করেছে। এই কেলেঙ্কারিতে তার বোন সরকারি চাকরি পেয়েছে। তার পরিবারও কেন্দ্র ও রাজ্য থেকে আর্থিক ক্ষতিপূরণ পেয়েছে। জানিয়েছেন আধিকারিকরা।
অমৃতাভর বাবা মিহির চৌধুরীকেও রাতভর জেরা করেছেন গোয়েন্দারা। চৌধুরীদের নিজাম প্যালেসে সিবিআই-এর দুর্নীতি দমন শাখায় ডাকা হয়েছিল। অমৃতাভ মিডিয়াকে জানিয়েছেন, তিনি আর্থিক ক্ষতিপূরণের টাকা সুদ সহ ফেরৎ দিতে প্রস্তুত এবং তার বোন চাকরি থেকে পদত্যাগ করবেন। তিনি বলেন, তাকে ফাঁসানো হয়েছে।
আরও খবরঃ
https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=3522
/
https://www.anmnews.in/Home/GetNewsDetails?p=3510
For more details visit
Follow us at
https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us