মর্মান্তিক ঘটনা লাউদোহায়, বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের, আহত বাবা

author-image
Harmeet
New Update
মর্মান্তিক ঘটনা লাউদোহায়, বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মৃত্যু যুবকের, আহত বাবা

​হরি ঘোষ, লাউদোহাঃ- তড়িদাহত হয়ে মৃত্যু বছর ২৪ এর এক যুবকের। মৃত যুবকের নাম দোলন ঘোষ । এ ঘটনায় তার বাবা প্রহ্লাদ ঘোষ (৫৫)গুরুতর আহত অবস্থায় দুর্গাপুরের মহকুমা হাসপাতালে ভর্তি । ঘটনাটি দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েতের চন্দ্র ডাঙ্গা গ্রামের । ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৮:৩০ মিনিট নাগাদ । স্থানীয় সূত্রে জানা যায় বছর তিনেক আগে দোলনের বিয়ে হয়, তার একটি দেড় বছরের পুত্রসন্তান রয়েছে । দোলনের বাবা পেশায় ট্রাক্টর চালক ও মালিক ।
স্থানীয় সূত্রে জানা যায় সকালবেলায় বাড়ির বিদ্যুতের কাজ করছিলেন দোলন ঘোষ। হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে দোলন ঘোষ সেই সময় বাবা সেই দৃশ্য দেখে ছেলেকে বাঁচাবার চেষ্টা করেন ফলে দুজনে বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় । দুজনকে তড়িঘড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  হাসপাতালে নিয়ে আসার পর ডাক্তারেরা দোলন ঘোষ কে মৃত বলে ঘোষণা করেন । পুজোর মুখে এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় শোকের ছায়া নেমেছে গ্রামে। মৃত যুবককে উদ্ধার করে ফরিদপুর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।