নতুন করে আগুনের ফুলকি কলুটোলার বহুতলে

author-image
Harmeet
New Update
নতুন করে আগুনের ফুলকি কলুটোলার বহুতলে

​নিজস্ব সংবাদদাতাঃ সকাল থেকে দমকলের ২০ ইঞ্জিন তৎপর ছিল আগুন নেভানোর কাজে। প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে মনে করা হলেও নতুন করে আবার আগুনের ফুলকি বের হতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে ওই বহুতলটি পিছনের অংশ সম্পুর্ণ পুড়ে গিয়েছে। দমকল পুনরায় কাজ শুরু করেছে।