ভাইরাল হল আরিয়ান খানের সেলফি, কিন্তু কেন?

author-image
Harmeet
New Update
ভাইরাল হল আরিয়ান খানের সেলফি, কিন্তু কেন?

​নিজস্ব সংবাদদাতাঃ ড্রাগ মামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে এন সি বি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো)। আরিয়ানের জিজ্ঞাসাবাদ চলাকালীনই একটি ছবি ভাইরাল হয়। শোনা যায়, এক এন সি বি অফিসার নাকি সেলফি তুলেছেন স্টার কিডের সঙ্গে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই হইচই। তুমুল ভাইরাল হয় ছবিটি। সামনে এসে মুখ খুলতে হয় এন সি বি-কেও। আরিয়ানকে যে পোশাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়, সেই পোশাকেই তাকে দেখা যায় ছবিতে। ছবিটি ভাইরাল হওয়ার পর এন সি বি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ছবিতে আরিয়ানের সঙ্গে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার কিংবা কর্মচারী নন।