​নিজস্ব সংবাদদাতাঃ মাদক কাণ্ডে ফেঁসে গ্রেফতার হয়েছে শাহরুখ খানের জ্যেষ্ঠ পুত্র আরিয়ান খান। এই ঘটনায় হতবাক গোটা দেশ। তবে শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া পোস্ট দেখলেই তা বোঝা যাচ্ছে। শাহরুখের পাশে এসে দাঁড়িয়েছেন পরিচালক হনসল মেহতা। টুইট করে লিখেছেন, “আমি তোমার পাশে আছি শাহরুখ। সন্তানকে সমস্যায় দেখে কোন বাবা-মায়ের ভাল লাগে। কোনও বাবা-মা সেটা চান না। আরও খারাপ লাগে যখন দেখি আইনের আগেই মানুষ মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। অভিভাবক এবং সন্তান ও বাবা-মায়ের সম্পর্কের জন্য এটা অত্যন্ত অসম্মানজনক বিষয়।” টুইট করে সমর্থন করেছেন পূজা ভাটও। অন্যদিকে, গতকালই শাহরুখের বাড়িতে যেতে দেখা যায় সলমনকেও।