'শাহিন' এর প্রভাবে বিদ্ধস্ত ওমান, মৃত ৪

author-image
Harmeet
New Update
'শাহিন' এর প্রভাবে বিদ্ধস্ত ওমান, মৃত ৪

​নিজস্ব সংবাদদাতাঃ 
 ঘূর্ণিঝড় শাহীন এর প্রভাবে বিদ্ধস্ত ওমান। তীব্র ঝোড়ো হাওয়ার দোসর ভারী বৃষ্টি। ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে মৃত ৪জন। অন্যদিকে, আরও প্লাবনের আশঙ্কা করছে আবহাওয়াবিদরা৷ যদিও, সেখানকার অধিবাসীদের নিরাপদ স্থানে সড়িয়ে দেওয়া হয়েছে। বন্ধ বিমান পরিষেবাও।