আরিয়ানকে জেরার সময় এনসিবির হাতে এল নয়া তথ্য

author-image
Harmeet
New Update
আরিয়ানকে জেরার সময় এনসিবির হাতে এল নয়া তথ্য

​নিজস্ব সংবাদদাতাঃ শুধু ওই একটি দিন নয়, বিগত চার বছর ধরে নাকি মাদক নিচ্ছে শাহরুখ পুত্র আরিয়ান খান, এমনই চাঞ্চল্যকর খবর জানা যাচ্ছে এনসিবির ঘনিষ্ঠ সূত্রে। এখানেই শেষ নয়, সূত্র বলছে, বিদেশে থাকাকালীন নাকি নিয়মিত মাদক নিতেন আরিয়ান। রবিবার মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এনসিবির ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা যাচ্ছে, জেরার গোটা সময় জুড়ে নাকি কেঁদে গিয়েছেন আরিয়ান। সেখানেই আরিয়ান নাকি নিজেই জানান, তাঁর মাদকে আসক্ত থাকার কথা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও দুবাইয়ে থাকাকালীন মাদক নেওয়ার কথাও নাকি তিনি স্বীকার করেছেন বলে জানা যাচ্ছে। যদিও এ নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও মন্তব্য করা হয়নি এনসিবি তরফে। মুখে কুলুপ এঁটেছেন খান পরিবারও।