​নিজস্ব সংবাদদাতাঃ চশমা রাখার বাক্সেই মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান খান! রবিবার এনসিবি সূত্রে জানানো হল, শনিবার রাতে মুম্বইয়ের কর্ডেলিয়া এমপ্রেস ক্রুজশিপে তল্লাশি অভিযান চালানোর সময় চশমার বাক্স, মহিলাদের ব্যবহার করার জন্য স্যানিটারি প্যাড ও ওষুধের বাক্সেও মাদক লুকিয়ে রাখা হয়েছিল।