/anm-bengali/media/post_banners/8vKnfqSF1Y7O7GqDzWzP.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ: সাতসকালে খুন ইসিএল এর বেসরকারি নিরাপত্তারক্ষী। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের কুনুস্তোডিয়া এরিয়ার বাঁশরা ওসিপি এলাকায়। মৃত নিরাপত্তারক্ষীর নাম মনোজ চৌহান। অন্ডাল থানার জামবাদ বেনিয়াডিহি এলাকার বাসিন্দা। ইসিএলের রেলওয়ে সাইডিং-এর নিরাপত্তারক্ষী ছিলেন। খুন করার অভিযোগ উঠল এলাকারই বেশকিছু কয়লা চোরেদের বিরুদ্ধে। সকাল ৬টা নাগাদ অন্যান্য নিরাপত্তারক্ষীরা দেখতে পেলে মনোজ চৌহান নামের ওই নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইসিএলের বেসরকারি নিরাপত্তারক্ষীদের দাবি, অবৈধভাবে কয়লা চুরি করতে আসা কয়লা চোরেরাই কয়লা চুরি করতে না পেরে তাকে কুপিয়ে হত্যা করেছে। সোমবারের সকালে ঘটা এই নৃশংস হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তারক্ষীরাই নিরাপত্তা দাবি জানিয়েছেন ইসিএল ম্যানেজমেন্ট এর কাছে। ঘটনাস্থলে জামুড়িয়ার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা হরে রাম সিং জান। তিনি জানান, 'সকালে এই ঘটনা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করেছে। মৃত যুবকের পরিবারকে চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ এর ব্যবস্থা করা হবে।' সমগ্র এই ঘটনার তদন্তে নেমেছে রানীগঞ্জ থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us