মহামেডানকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন এফসি গোয়া

author-image
Harmeet
New Update
মহামেডানকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন এফসি গোয়া

নিজস্ব সংবাদদাতাঃ তীরে এসে ডুবল তরী। ধারেভারে এগিয়ে থাকা এফসি গোয়ার সঙ্গে তুল্যমূল্য লড়াই করেও অতিরিক্ত সময়ে এডু বেদিয়ার গোলে ডুরান্ড কাপের ফাইনালে হেরে গেল মহামেডান স্পোর্টিং। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল সাদা-কালো ব্রিগেডকে।এবারের ডুরান্ডে বাংলার একমাত্র প্রতিনিধি ছিল সাদা-কালো ব্রিগেড। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর ডুরান্ড কাপে গ্যালারিতে বসে ম্যাচ উপভোগ করার সুযোগ পেয়েছিলেন সমর্থকরা। ফাইনালেও তাই মহামেডানকে সমর্থন জানাতে মাঠে উপস্থিত ছিলেন প্রায় ৩০ হাজার দর্শক। এমনকী লাল-হলুদ এবং সবুজ-মেরুনের সমর্থকদেরও অনেকেই মাঠ ভরিয়েছিলেন।