New Update
/anm-bengali/media/post_banners/jBTScK5sYGxv3iIVSq3R.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের লড়াইয়ের নিজেদের গত ম্যাচে জয় পেয়েছিল পাঞ্জাব ব্যাঙ্গালোর দুই শিবিরই। তাই আজ স্বাভাবিকভাবেই জয়যাত্রা অব্যাহত রাখতে মরিয়া ছিলেন রাহুল-বিরাটরা। রবিবারের ডাবল হেডারের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি তাদের জন্য এদিন ফের একবার মাত্র ২৫ রানে অনরিকেসের হাতে নিজের উইকেট তুলে দেন বিরাট কোহলি। ইনিংস শুরু করার আগেই অনরিকেস ফিরিয়ে দেন ড্যানিয়েল ক্রিস্টানকেও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us