New Update
/anm-bengali/media/post_banners/i4avUQc6cKtbslBjOV6Z.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ রেকর্ড ভোটে জিতেছেন মমতা বন্দোপাধ্যায় ভবানীপুর থেকে। এদিকে বিজয় উৎসবেই বাধা দিয়ে বসলেন নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে মদন মিত্র বলেন, "আমরা রোজ খেলি না, আমরা নির্বাচনের দিন খেলি। বাংলায় বিজেপি নোংরামি করে বন্ধ করলেও অসমে সেলিব্রেশন আটকাতে পারবে না। ত্রিপুরাতেও আটকাতে পারবে না। ট্রেন তো প্রায় দিল্লির পথে। বিজেপির নতুন করে বোঝা উচিত।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us