New Update
/anm-bengali/media/post_banners/A39vWqdT5pCW2CG6Smxd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ গোটা দেশের নজর আজ ভবানীপুরে। বেলা বাড়তেই বোঝা যাবে ভবানীপুর কার দখলে থাকবে। কিন্তু ফল ঘোষণার আগেই হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ওই চিঠি প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ ডিসি সেন্ট্রাল থানার ওসিদের। হিংসা রুখতে কলকাতা পুলিশকে কঠোর নির্দেশ দিন এমনটাই আর্জি জানিয়েছেন বিজেপি প্রার্থী। এই বিষয়ে আজ গণনা কেন্দ্রে ফিরহাদ হাকিম এসে বলেন উনি বাইরের লোক তাই জানেন না। ভবানীপুরে কোনোদিন কোনো অশান্তি হয়নি হবেও না। উল্লেখ্য , ফিরহাদ হাকিম তার ছোট মেয়েকে গণনা কেন্দ্রে নিয়ে আসেন। কারণ তাঁর ছোট মেয়ে হয়েছেন কাউন্টিং এজেন্ট।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us