/anm-bengali/media/post_banners/PmtDeUqI72xA6fSsa5SA.jpg)
নিউজ ডেস্ক, মেদিনীপুরঃ সবং ব্লকের অন্তর্গত সারতা ৫ নং অঞ্চলের বনাই এ গ্রামীণ ফায়ার ব্রিগেড স্টেশনের শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে ফায়ার ব্রিগেড স্টেশনের কাজ শুরু হলো। ফায়ার ব্রিগেড স্টেশনের শিলান্যাসে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইয়া, সবং-এর বিডিও তুহিন শুভ্র মহান্তি, সবং থানা ভারপ্রাপ্ত ওসি সুব্রত বিশ্বাস, জেলা পরিষদ সদস্য লক্ষীকান্ত হেমরম, সবং পঞ্চায়েত সমিতি প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ, সেক আবু কালাম বক্স, পূর্ত কর্মাধ্যক্ষ। মানস রঞ্জন ভুঁইয়া জানান, দ্রুত এই কাজ শুরু শেষ হবে। সবং সহ পাশের বেশ কয়েকটি ব্লক উপকৃত হবে এই ফায়ার স্টেশন চালু হলে।
আরও খবরঃ
For more details visit
Follow us at
https://www.facebook.com/newsanm
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us