এবার বাড়ির বারান্দায় বসেই অঞ্জলি

author-image
Harmeet
New Update
এবার বাড়ির বারান্দায় বসেই অঞ্জলি

 নিজস্ব সংবাদদাতাঃ  অঞ্জলি দিতে যেতে হবে না পুজোর মণ্ডপে। এবার বাড়ির বারান্দায় বসেই অঞ্জলি দিতে পারবে প্রবীণরা। ষাটোর্ধ্বদের জন্য এই অভিনব ব্যবস্থার আয়োজন করছে ভবানীপুর ৭৫ পল্লী। মাইক্রোফোনে বাজবে মন্ত্র। বাড়ির বারান্দায় রাখা থাকবে একটি পাত্র। মন্ত্র পাঠের পর সেই পাত্রে ফুল ফেলতে হবে।