New Update
/anm-bengali/media/post_banners/P7qNT1kW3TEHWUzuZb2O.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পরিবেশ গবেষকরা মনে করছেন যেভাবে সমুদ্রে জলস্তর বাড়ছে, তাতে কলকাতার মতো নিচু জায়গার আশঙ্কা রয়েছে ডুবে যাওয়ার। আর তার মধ্যেও যেগুলো খুব নিচু অঞ্চল, তেমনই একটা জায়গা হল খিদিরপুর। খিদিরপুর পল্লি শারদীয়া এবার ৮০ বছরে পা দিল। আর তাদের ভাবনার মধ্যে রয়েছে এই আশঙ্কা। এবছর তাদের থিমের নাম' অভিযোজন'। যখন সমস্ত এলাকা জলমগ্ন হয়ে পড়বে, সেই সময় মানুষ কীভাবে বসবাস করবে তারই একটি ছবি তুলে ধরা হয়েছে এই থিমের মাধ্যমে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us