অহিংসা প্রসঙ্গে মমতাকে খোঁচা রাজ্যপালের

author-image
Harmeet
New Update
অহিংসা প্রসঙ্গে মমতাকে খোঁচা রাজ্যপালের

নিজস্ব সংবাদদাতাঃ  গোটা দেশজুড়ে আজ পালিত হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীও পালন করা হচ্ছে। মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পশ্চিমবঙ্গের  রাজ্যপাল জগদীপ ধনকড়ও। কিন্তু গান্ধীজিকে শ্রদ্ধা জানাতে গিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেছেন তিনি। অহিংসার কথা বলে সরাসরি নিশানা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।এদিন রাজ্যপাল টুইট করে বলেন, গান্ধী জয়ন্তীতে তিনি দেশের বাপুকে সম্মান জানাচ্ছেন। তাঁর আদর্শ এবং নীতি এখনও গোটা বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জোগায়। শান্তি এবং অহিংসার পাঠ এখনও সকলের কাছে শিক্ষণীয়। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে তিনি লিখেছেন, গণতন্ত্র রক্ষায় এবং মানবতার খাতিরে হিংসা বন্ধ হওয়া জরুরি। অর্থাত্‍, গান্ধী জয়ন্তীর দিনেও রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগতে ছাড়লেন না পশ্চিমবঙ্গের  রাজ্যপাল জগদীপ ধনকড়।