বন্যা খালি করে দিলো এক মায়ের কোল

author-image
Harmeet
New Update
বন্যা খালি করে দিলো এক মায়ের কোল

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ প্রবল বর্ষণে জলমগ্ন ঘাটাল। বন্যার জলে ডুবেছে বাড়ি আর সেই জলে ডুবে মৃত্যু হল ঘাটাল পৌরসভার ৬ নং ওয়ার্ডের গম্ভীরনগর এলাকার বাসিন্দা শ্রী হরি চানকের ৪ বছরের ছেলে সৌম্যদ্বীপ চানকের। মৃত শিশুকে কোলে নিয়ে ডিঙিতে করে জল পেরিয়ে ঘাটাল হাসপাতালে নিয়ে আসছেন বাবা। বন্যায় এমন ভয়াবহ মর্মান্তিক ঘটনায় ঘাটাল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির চারিদিকে জল,বাড়ির একতলা ডুবে গিয়েছে বন্যার জলে। পরে বাবা মা ঘুম থেকে উঠে দেখে বাড়ির সামনে জলে মৃত অবস্থায় ভাসছে ওই শিশু।