​নিজস্ব সংবাদদাতাঃ গোয়া থেকে কলকাতা। সড়কপথে যাতায়াত করলে ভৌগলিক দূরত্ব প্রায় ২১০০ কিলোমিটার। কিন্তু এই দুই রাজ্যের রাজনৈতিক ব্যবধান সম্প্রতি কমে গিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিয়েছেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও (Luizinho Faleiro)। যা একাধারে কংগ্রেসের জন্য ধাক্কা তো বটেই, সেই সঙ্গে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বড় ঘটনাও অবশ্যই। কিন্তু কার উদ্যোগে, বা ব্যবস্থাপনায় সেই সুদূর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগ দিলেন গঙ্গাপাড়ের এই দলে? এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেই রহস্য ফাঁস করে লুইজিনহো জানিয়েছেন, এই যোগদানের পেছনেও রয়েছেন সেই ব্যক্তি। প্রশান্ত কিশোর।