পুজোর মধ্যেই বন্যা পরিস্থিতি হতে পারে এই জেলাগুলিতে

author-image
Harmeet
New Update
পুজোর মধ্যেই বন্যা পরিস্থিতি হতে পারে এই জেলাগুলিতে

​নিজস্ব সংবাদদাতাঃ প্রায় ২৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে। এখন বর্ধমানে জলস্তর রয়েছে ৪৩৪.২ ফুট। এই অবস্থায় যদি জল ছাড়া হয় ক্ষতির মুখে পড়বে ঘাটাল-পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকা। ক্ষতির মুখে পড়বে চাষবাস। অন্যদিকে, জানা গিয়েছে বাড়িয়ে দেওয়া হয়েছে ডিভিসি থেকে জল ছাড়ার পরিমাণ। বর্তমানে ১.৮৬ লক্ষ কিউসেক হারে জল ছাড়ছে দুর্গাপুর। এই পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার কারণে দামোদর, মুন্ডেশ্বরীতে প্লাবনের আশঙ্কা। এদিকে আশঙ্কা যে পরিমাণ জল ছাড়া হচ্ছে তাতে বানভাসি হবে হাওড়ার আমতা, উদনারায়ণপুর ও দামোদরের নিম্ন তিরবর্তী এলাকা। দুপুর ১২টার পর থেকে বৃদ্ধি করা হয়েছে জল ছাড়ার পরিমাণ। সেচ দপ্তর সূত্রে জানা যাচ্ছে জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যেই বানভাসি হতে পারে নিম্নবর্তী এলাকার মানুষজন।